ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

সাইদ হত্যা মামলার আসামি ৭ পুলিশের কর্মকর্তা নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ৯ অক্টোবর ২০২৪

৫ আগস্ট ছাত্র জনতার সফল অভুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাবার পর থেকে রংপুর মেট্রোপলিটান পুলিশে কর্মরত ৭ উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা ও এক রেজ্ঞ ডিআইজির কোন খোঁজ মিলছেনা। তাদের সকলের নামে বেরোবি শিক্ষার্থী আই সাইদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ৬ হত্যা সহ ৩ থেকে ৫টি করে মামলা রয়েছে। এদের কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার কার্য্যালয়ের একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেছেন ৫ আগস্টের পর তাদের আর দেখা মেলেনি।

মেট্রোপলিটান পুলিশ সূত্রে জানা গেছে ৫ আগষ্ট এর পর রংপুর রেজ্ঞের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে  বাধ্যতামুলক অবসর দিয়েছে অন্তবর্তীকালিন সরকার।

কিন্তু তারা ৫ আগষ্টের পর তাদের রংপুরে জনসম্মুখে দেখা মেলেনি। এ ছাড়া রংপুর মেট্রোপলিটান পুলিশের ডেপুটি কমিশনার আবু মারুফ হোসেন, অতিরিক্ত ডেপুটি কমিশনার উৎপল কুমার পাল , রংপুর কোতয়ালী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, পশুরাম সার্কেলের সহকারী কমিশনার আল ইমরান হোসেন , রংপুর মেট্রোপলিটান তাজহাট থানার ওসি রবিউল ইসলাম , রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ বিভূতি ভুষন রায় এই ৫ পুলিশ কর্মকর্তা ৫ আগষ্টের পর আর রংপুরে তাদের কর্মস্থলে আর দেখা যায়নি। তারা কোথায় আছেন সে সম্পর্কে পুলিশের কোন কর্মকর্তাই জানেননা বলে জানিয়েছিলেন।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি